নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মাদক চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) দুই বাংলাদেশী পাচারকারীকে গ্রেফতার করেছে, সঙ্গে ১৪৫৭টি ফেনসিডিল বোতল (Phensedyl Bottles) উদ্ধার হয়েছে। বিএসএফ সূত্রে খবর, দুই বাংলাদেশী পাচারকারী ভারত থেকে বাংলাদেশে ১৪৫৭টি ফেনসিডিল বোতল ও মাদক পাচার করার চেষ্টা করছিল, তাদের আটক করা হয়েছে।
আরও পড়ুন: Indian Navy Deploys INS Sumitra: আরব সাগরে অপহৃত জাহাজ উদ্ধারে রণতরী মোতায়েন ভারতের
গোপন সূত্রে বিএসএফ সদস্যরা খবর পান দুইজন চোরাকারবারি ফেনসিডিলের বোতল পাচার করার চেষ্টা করছে। খবর পেয়ে জওয়ানরা নজরদারি বাড়ায়। সোমবার সকাল ৫টার দিকে জওয়ানরা দেখতে পান দুইজন ব্যক্তি কিছু মালপত্র নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে। তখনই তাদের ধরতে ছুটে যান জওয়ানরা। চোরাকারবারীরা ভয় পেয়ে পালানোর চেষ্টা করলেও জওয়ানরা দুই পাচারকারীকে ধরে ফেলে। পাচারকারীদের তল্লাশি করে তাদের কাছ থেকে ফেনসিডিল ও মাদক উদ্ধার করা হয়। উভয় পাচারকারীকে আটক করা হয়েছে।