প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ বৃষ্টিতে (Rain) ভিজতে চেয়েছিল ১০ বছরের কিশোর(Boy)। আর তারই পরিণতি মৃত্যু। বৃষ্টিতে ভিজতে চাওয়ায় ছেলের খুন (Murder)বাবার(Father)। ছেলেকে খুনের অপরাধে গ্রেফতার বাবা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির সাগরপুর এলাকায়। স্ত্রী আগেই মারা গিয়েছেন। তিন সন্তানকে নিয়ে ওই এলাকাতেই থাকতেন তিনি। এদিন দুপুরে বৃষ্টি নামে ওই এলাকায়। আর বৃষ্টিতে ভিজতে চেয়ে ঘরের বাইরে খেলতে যায় কিশোর। আর এতেই চটে বাবা। রান্নাঘর থেকে ছুরি এনে সোজা ছেলেকে আঘাত করে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে মৃত্যু হয় কিশোরের। ছেলেকে খুনের অভিযোগে ইতিমধ্যেই বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লিতে বাবার হাতে খুন ছেলে শুরু তদন্ত

এই ঘটনায় মৃত কিশোরের দিদি বলে,"ভাই বৃষ্টিতে খেলতে গিয়েছিল। বাবা আপত্তি জানালেও ভাই কথা শোনেনি। এরপরই রান্নাঘর থেকে ছুরি নিয়ে ভাইয়ের পিছনে দৌড়ে যায় বাবা। ছুরিকাঘাতে মৃত্যু হয় ভাইয়ের। বাবার কঠোর শাস্তি হোক।" শুধু তাই নয় এই ঘটনায় মৃত কিশোরের ভাই বলেন, "বাবা মত্ত অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে।" অন্যদিকে এই ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছ পুলিশের কাছে যা খতিয়ে দেখা হচ্ছে।

বৃষ্টিতে ভিজতে চেয়েছিল কিশোর, আপত্তি না শোনায় ছেলের খুন বাবার