চিক্কামাগালুরু: বন্য হাতির (wild Elephant) আক্রমণে শোভা নামে ৪৫ বছরের এক মহিলার মৃত্যু হয়েছিল। এর জেরে স্থানীয় বিজেপি (BJP) বিধায়ককে বেধড়ক পিটিয়ে তাঁর জামাকাপড় ছিঁড়ে দিলে উত্তেজিত গ্রামবাসীদের একাংশ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) চিক্কামাগালুরু (Chikkamagaluru) মুডিগেরের (Mudigere) কুন্ডুর (Kundhur) এস্টেট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার চিক্কামাগালুরুর মুডিগেরের হুল্লেমানে (Hullemane) এলাকায় শোভা নামে এক মহিলাকে আক্রমণ করে একটি বন্য হাতি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় ওই মহিলার। এই খবর পেয়ে গ্রামে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন মুডিগেরের বিজেপি বিধায়ক এমপি কুমারাস্বামী (MP Kumaraswamy)। সেই সময়ই উত্তেজিত গ্রামবাসীদের একাংশ তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি জামাকাপড়ও ছিঁড়ে দেন। তাঁদের অভিযোগ ছিল, বন্য হাতির আক্রমণের জেরে তাঁদের ফসলের ক্ষতি হচ্ছে। কেউ কেউ মারাও যাচ্ছেন। এই বিষয়ে বারবার স্থানীয় ও জেলা প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। ব্যবস্থা নেননি স্থানীয় বিধায়কও। তাই তাঁকে মারধর করা হয়েছে।