Uttar Pradesh Shocker: বাঁদরের আক্রমণ থেকে বাঁচতে দোতলা থেকে ঝাঁপ, মৃত বিজেপি নেতার স্ত্রী
Representational Image (Photo credits: Pixabay)

শামলি, ৯ সেপ্টেম্বর:  এক ঝাঁক বাঁদরের হাত (Monkey Attack) থেকে বাঁচতে ছাদ থেকে ঝাঁপ, মৃত্যু হল বিজেপি নেতার স্ত্রীর৷ বুধবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) পশ্চিমাংশের শামলির কাইরানা এলাকায়৷ মৃত মহিলার নাম সুষমাদেবী (৫০)৷ বুধবার সন্ধ্যা নাগাদ ছাদে গিয়েছিলেন সুষমাদেবী৷ তখনই তিনি দেখেন একদল মারমুখী বাঁদরের ঘেরাটোপে আবদ্ধ হয়েছেন৷ প্রাণে বাঁচতে দোতলা থেকে ঝাঁপ দেন৷ গুরুতর আহত হয়ে সেখানেই মারা যান৷ মৃত সুষমাদেবী বিজেপি নেতা অনিল কুমার চৌহনের স্ত্রী৷ দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন নাই বিজেপি নেতা৷ বিজেপির প্রাক্তন প্রয়াত সাংসদ হুকুম সিংয়ের ভাইপো হলেন এই অনিল কুমার চৌহান৷  আরও পড়ুন-Madurai Shocker: শিশুর কাটা মুণ্ডু নিয়ে ঘুরছে পথ কুকুর, শহরে হুলুস্থূল

উত্তর প্রদেশের পশ্চিমাংশে হু হু করে বাড়ছে বাঁদরের সংখ্যা৷ পাল্লা দিয়ে বেড়েছে তাদের উৎপাতও৷ দুর্ঘটনা ঘটছে আকছার৷ তাই পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনতে বিভিন্ন জায়গার স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে৷ মথুরাতে বিভিন্ন মন্দির এলাকা থেকে বাঁদর কমানোর জন্য কাজ শুরু করেছে সংশ্লিষ্ট পুরসভা৷ গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কাজ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত৷ এই প্রসঙ্গে পুর কমিশনার অনন্যা ঝা বলেছেন, “ প্রথম পর্যায়ে বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দির চত্বর থেকে বাঁদর ধরা হবে৷ এছাড়া চৌবিয়া পাড়া ও দ্বারকাধীশ মন্দির চত্বরেও হবে বাঁদর খেদাও অভিযান৷ সংশ্লিষ্ট পবিত্র স্থান থেকে বাঁদর উদ্ধারের পর তাদের বনদপ্তরের এলাকায় ছেড়ে আসা হবে৷”