পাটনা, ১৩ জানুয়ারিঃ পড়ুয়াদের স্কুলমুখী করতে সরকারের মিড-ডে মিল প্রকল্প (Mid-Day Meal) এক প্রশংসনীয় প্রচেষ্টা। গরীব চাষি থেকে শুরু করে রিকশাওয়ালার পরিবারের ছোট ছেলে-মেয়েটা অন্তত দুপুরে পেট ভোরে ভাত খাওয়ার জন্যে স্কুলের দিকে পা বাড়াবে। তবে এই মিড-ডে মিল (Mid-Day Meal) নিয়ে নানা সময়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। কখনও খাবারে মড়া টিকটিকি। কখনও ইঁদুর, সাপ, ব্যাঙ। সেই সমস্ত অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পর্যন্ত ছুটতে হয়েছে পড়ুয়াদের। এমন নজিরের অভাব নেই। কিন্তু মিড-ডে মিলের লক্ষ্য তো ছাত্র ছাত্রীদের স্কুলে নিয়ে আসা। আর সেই মিড-ডে মিলের খাবার রান্না করতে যদি পড়ুয়াদের বসার বেঞ্চ পড়ানো হয় তাহলে কীসের স্বার্থকতা রইল এই প্রকল্পের! পাটনার (Patna) এক সরকারি স্কুলের বিরুদ্ধে স্কুলের বেঞ্চ পুড়িয়ে সেই আগুনে পড়ুয়াদের জন্যে মিড-ডে মিল রান্নার অভিযোগ উঠেছে।
বিহারের (Bihar) রাজধানী পাটনার ওই সরকারি স্কুলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্কুলের রান্নাঘরে পড়ুয়াদের বসার বেঞ্চ ভেঙে সেই কাঠ উনুনের মধ্যে দিয়ে তার আগুনে পড়ুয়াদের জন্যেই খাবার রান্না হচ্ছে। সেই ভিডয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই শোরগোল উঠেছে। ঘটনার নিন্দা করছে বিভিন্ন মহল। স্কুল শিক্ষা দফতরের তরফে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে পাটনা জেলার বিহতা ব্লকের আপগ্রেডেড মিডল স্কুলে। সেই স্কুলের এক মিড-ডে মিল রাঁধুনি এই প্রসঙ্গে বলেন, রান্না করার জন্যে তাঁদের কাছে পর্যাপ্ত কাঠ ছিল না। তাই বেঞ্চের কাঠ ব্যবহার করেছেন তাঁরা। তাঁর আরও অভিযোগ, সবিতা কুমারী নামে ওই স্কুলেরই একজন শিক্ষিকা তাঁদের বেঞ্চগুলি পুড়িয়ে রান্না করতে বলছিলেন। আর ওই ভিডিয়োটিও শিক্ষিকা নিজে করেছিলেন। যা পরে কোনভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো...
Sad state at govt school Patna
Benches burned to cook mid-day meals!
Government school cook claims they dint have firewood to prepare food...and so the school teacher asked her to use wooden desks meant for students to cook meals for children. Education department orders… pic.twitter.com/s2MXcIDVQk
— Nabila Jamal (@nabilajamal_) January 12, 2024
অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ওই শিক্ষিকা। তাঁর কথায়, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার পুরো দায় সবিতা কুমারী ঠেলে দেন স্কুলের প্রধান শিক্ষকের উপর। তিনিও সেই অভিযোগ অস্বীকার করে জানান, 'শিক্ষা বিভাগের নির্দেশে আমরা মিড-ডে মিল তৈরিতে রান্নার গ্যাস ব্যবহার করি। কিন্তু সেই দিন খুব ঠাণ্ডা থাকায় রাঁধুনিরা উনুনে রান্না করেছিলেন'।
স্কুলের বেঞ্চে পুড়িয়ে মিড-ডে মিল রান্নার বিষয়টি নিয়ে ব্লক শিক্ষা আধিকারিক নিভেশ কুমার বলেন, ভাইরাল ভিডিয়োগুলি পরীক্ষা করা হচ্ছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।