মোমবাতি (Photo credits: Flickr)

বেঙ্গালুরু, ৯ জুলাই: প্রতিবেশির বাড়িতে খেলতে যাওয়ার অপরাধে ৯ বছরের মেয়ের হাত মোমবাতির আগুনে পুড়িয়ে দিল মা৷ এমন নৃশংস কাজ করার জন্য ইতিমধ্যেই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, পুলিশের অভিযোগ বাতিল করে মহিলার দাবি, মেয়ের হাত পোড়ানো হয়নি, শুধু ছ্যাঁকা দেওয়া হয়েছে৷ যদিও ভারতীয় দণ্ডবিধির ৩২৪ নম্বর ধারায় জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মহিলার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ৷ জানা গেছে, ঘটনাটি জুনে ঘটলেও গত সোমবার ডানহাতে ক্ষত নিয়ে হেব্বালের এক হাসপাতালে মেয়েটিকে স্থানান্তরের পরেই বিষয়টি প্রকাশ্যে আসে৷ কর্তব্যরত চিকিৎসক প্রথম দেখেন যে বাচ্চা মেয়েটির হাতে পোড়ার দাগ রয়েছে৷ চাঞ্চল্যকর ঘটনাটি বেঙ্গালুরুর৷  আরও  পড়ুন-Dilip Ghosh: রাজ্য বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে, নাম না করেই নিশীথ-বার্লাকে হুঁশিয়ারি দিলীপের

তিনিই আরটি নগর থানায় বিষয়টি জানালে তৎক্ষণাৎ এক মহিলা পুলিশকর্মী সেখানে এসে মেয়েটির জবানবন্দি রেকর্ড করেন৷ সে জানায়, মা কাজে বেরিয়ে যাওয়ার পর পাশের বাড়িতে খেলতে গিয়েছিল৷ পরে মা বাড়ি ফিরে যেই দেখেন সে পাশের বাড়িতে খেলছে তখনই বেজায় বিরক্ত হন৷ টানতে টানতে বাড়িতে এনে প্রথম লাঠিপেটা করার পর তার ডানহাত পুড়িয়ে দেওয়া হয় মোমবাতির আগুনে৷ এদিকে খেলতে খেলতে পড়ে গিয়ে চোট পেয়েছে মেয়ে৷ সোমবার এই বলেই হাসপাতালে তাকে ভর্তি করেছিলেন মহিলা৷

স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে৷ বড় মেয়েকে নিয়ে আলাদা জায়গায় থাকেন স্বামী৷ আর ছোটো মেয়েকে নিয়ে আলাদা থাকেন ওই মহিলা৷ প্রতিবেশীর বাড়িতে মেয়েকে দেখেই তাঁর মাথা চড়ে গিয়েছিল৷