বন্দুক (Photo Credits: IANS)

বেঙ্গালুরু, ১৮ নভেম্বর: বুধবার কাকভোরে গ্রেপ্তার করতে গিয়ে খুনে অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালালো পুলিশ (Bengaluru Police)। এদিন ভোর চারটে বেজে ৪৫ মিনিট নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুর বদরহাল্লি এলাকায়। পুলিশ যে তাকে ধরতে এসেছে তা বুঝতে পেরেই পালানোর জন্য শেষ চেষ্টা করেছিল অভিযুক্ত। সেকারণেই ছুরি নিয়ে প্রধান কনস্টেবলের উপরে চড়াও হয়। তবে শেষরক্ষা হল না। এদিকে ততক্ষণে মারমুখী অভিযুক্তকে আটকাতে গুলি চালিয়েছেন দুই পুলিশকর্মী। চলতি মাসেই এমনই একটি ঘটনা ঘটেছে বানাসওয়াড়ি থানা এলাকায়। ডাকাতিতে অভিযুক্তকে স্থানীয় জলের ট্যাঙ্কের কাছ থেকে হাতেনাতে ধরতে গেলে সে গ্রেপ্তারি এড়াতে সাব ইন্সপেক্টরের উপরে চড়াও হয়। তড়িঘড়ি তাকে ধরে ফেলে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ছুরি। আরও পড়ুন-Odisha Girl Walks 10 Km: মিড-ডে-মিলের চাল ও টাকা নিয়ে নিচ্ছে বাবা, অভিযোগ জানাতে ১০ কিলোমিটার হাঁটল নাবালিকা

গত সপ্তাহে পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে স্ত্রীকে খুন রে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে এক ব্যক্তি। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিরস্ত করার পরে গ্রেপ্তার করে। ধৃতের নাম কালাপ্পা। বয়স ৪৪ বছর। আর মৃত মহিলার নাম সুমিত্রা।