নতুন দিল্লি, ২৯ অগাস্ট: প্রতি মাসেই নির্ধারিত কয়েকটি দিনে বন্ধ থাকে ব্যাঙ্কের পরিষেবা। করোনভাইরাস মহামারীর কারণ দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন চলছে সপ্তাহের নির্ধারিত দিনে। তাই সেই সব দিনে বন্ধ থাকছে ব্যাঙ্ক। আরবিআই (RBI) সম্প্রতি সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির (Bank Holidays) দিনগুলির একটি তালিকা প্রকাশ করেছে। কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে তা এক নজরে দেখে নিন।
যদিও ছুটির তালিকা বড় নয়, তবে বেশ কয়েকদিন আছে যেদিন ব্যাঙ্কে পরিষেবা পাওয়া যাবে না। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে এমনিতেই। এছাড়াও সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে। আপনি কোন রাজ্যে বাস করেন তার উপর নির্ভর করে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। আঞ্চলিক ছুটি নিয়ে রাজ্য সরকারগুলি সিদ্ধান্ত নেয়। আরও পড়ুন: Coronavirus In India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৪ লাখ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৬,৪৭২
সেপ্টেম্বরে এই দিনগুলি বন্ধ থাকবে ব্যাঙ্ক:
২ সেপ্টেম্বর, বুধবার- নারায়ণ গুরু জয়ন্তীর দিন গ্যাংকট, কোচি ও তিরুবনন্তপুরমে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৬ সেপ্টেম্বর, রবিবার-বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৭ সেপ্টেম্বর, সোমবার- লকডাউনের কারণে আমাদের রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১ ও ১২ সেপ্টেম্বর, শুক্র ও শনিবার- লকডাউনের কারণে রাজ্যে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩ সেপ্টেম্বর, রবিবার-ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার-মহালয়া রয়েছে ওইদিন। ওইদিন পশ্চিমবঙ্গ, আগরতলা, বেঙ্গালুরুতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২০ সেপ্টেম্বর, রবিবার- বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২১ সেপ্টেম্বর, সোমবার-কোচি, তিরুবনন্তপুরমে নারায়ণ গুরু সমাধি দিবস পালনের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৬ সেপ্টেম্বর, শনিবার-বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
২৭ সেপ্টেম্বর, রবিবার-বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।