Coronavirus In India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৪ লাখ, ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৬,৪৭২
Representational Image | (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৯ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৭৬ হাজার ৪৭২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২১ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৪ লাখ। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন। তার মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৪২৪ জনের চিকিৎসা চলছে বর্তমানে। সুস্থ হয়েছেন ২৬ লাখ ৪৮ হাজার ৯৯৯ জন। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৬২ হাজার ৫৫০ জন। আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Health Ministry) এই পরিসংখ্যান দিয়েছে।

একটাই আশার আলো সংক্রমণ মারাত্মক হার বাড়লেও পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার (Recovery Rate)। দেশে করোনাভাইরাসে সুস্থতার হার গতকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৭৬.২৮ শতাংশ। মোট করোনা অ্যাক্টিভ কেসের সাড়ে তিন গুন রোগী সুস্থ হয়েছেন। আরও পড়ুন: Jammu And Kashmir: পুলওয়ামায় এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি, শহিদ ১ জওয়ান

এদিকে শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪১ হাজার ৩৩১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লাখ ৮ হাজার ৯৭৫ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪০৪ জন।