শ্রীনগর, ২৯ অগাস্ট: জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) পুলওয়ামায় (Pulwama) নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি (Terrorist)। গতরাতে পুলওয়ামার যাদুরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। আজ সকাল পর্যন্ত চলে লড়াই। নিরাপত্তা বাহিনীর এক জওয়ান জখম হন। পরে তাঁর মৃত্যু হয়।
গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ওই এলাকায় অভিযানে নামে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সারারাত গুলির লড়াই চলে। নিকেশ হওয়া জঙ্গিদের পরিচয় জানা যায়নি। আরও পড়ুন: Jammu and Kashmir: শোপিয়ানে সেনাবাহিনীর এনকাউন্টারে খতম ৪ জঙ্গি; নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ ১ জনের
#UPDATE: One soldier who was critically injured has succumbed to his injuries in an encounter that started last night in Zadoora area of Pulwama. Joint operation in progress: PRO Defence, Srinagar https://t.co/dX8P0q1ltT
— ANI (@ANI) August 29, 2020
গতকালই শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হয় ৪ জঙ্গি। আত্মসমর্পণ করে ১ জন। নিকেশ হওয়া ৪ জঙ্গির মধ্যে একজন আল-বদর সন্ত্রাসবাদী গোষ্ঠীর কমান্ডার শাকুর প্যারে। দ্বিতীয় জঙ্গির নাম সুহেল ভাট, সে খানমোহের পঞ্চায়েত প্রধানকে অপহরণ করে হত্যা করেছিল।