Bank Holidays in November 2023

উৎসবে ভরপুর অক্টোবর মাস। সেই উৎসবের রেশ চলে নভেম্বর পর্যন্তও। আর উৎসব মানেই বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ। তাই অক্টোবরের মত নভেম্বরেও অনেকগুলি দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। হাতে জরুরি কাজ নিয়ে ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক বন্ধ পেলে ভোগান্তির শেষ থাকে না। তাই আগে থেকে যদি ব্যাঙ্ক বন্ধের তালিকা হাতে পাওয়া যায় তাহলে ব্যাঙ্কে গিয়ে তালা ঝুলতে দেখতে হবে না। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দেশের ব্যাঙ্কগুলিকে নিয়ন্ত্রণ করে ঠিকই, কিন্তু ব্যাঙ্কের ছুটি মূলত রাজ্যের উপর নির্ভর করে। তাই রাজ্য অনুযায়ী ব্যাঙ্কের ছুটি আলাদা হয়।

নভেম্বর মাসে ব্যাঙ্ক বন্ধের তালিকা...

নভেম্বর মাসে প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। মাসের চারটে রবিবার এবং দুটি শনিবার সেই সঙ্গে ভাইফোঁটা, কালীপূজো উপলক্ষ্যে বন্ধ থাকতে চলেছে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্ক। দেখুন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

  • ১ নভেম্বরঃ কন্নড়দের রাজ্যোৎসব এবং করভা চৌথ পড়েছে এই দিনটিতে। কর্ণাটক, মণিপুর, হিমাচল প্রদেশের ব্যাঙ্ক বন্ধ।
  • ৫ নভেম্বরঃ রবিবার, সাপ্তাহিক ছুটি।
  • ১০ নভেম্বরঃ ওয়ানগালা উৎসবের কারণে এই দিনে আগরতলা, দেহরাদুন, গ্যাংটক, ইম্ফল, কানপুরের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১১ এবং ১২ নভেম্বরঃ দ্বিতীয় শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ।
  • ১৩ নভেম্বরঃ এই দিনটিতে দীপাবলি এবং গোবর্ধন পূজা। ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিম, মণিপুর, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • ১৪ নভেম্বরঃ এই দিনটি বালি প্রতিপদ। এই দিনটি গুজরাট, কর্ণাটক, সিকিম এবং মহারাষ্ট্রে ব্যাঙ্কে ছুটি।
  • ১৫ নভেম্বরঃ এই দিনটিতে ভাইফোঁটা এবং চিত্রগুপ্ত জয়ন্তী। পশ্চিমবঙ্গ, সিকিম, মণিপুর, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ।
  • ১৯ নভেম্বরঃ রবিবার, সাপ্তাহিক ছুটি।
  • ২০ নভেম্বরঃ এদিন ছট পুজো। বিহার, রাজস্থানে ব্যাঙ্ক ছুটি।
  • ২৩ নভেম্বরঃ দিনটি সেং কুটস্নেম এবং ইগাস বাগওয়াল উৎসবের কারণে উত্তরাখণ্ড এবং মণিপুরে ব্যাঙ্ক বন্ধ।
  • ২৫ এবং ২৬ নভেম্বরঃ মাসের শেষ শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ।
  • ২৭ নভেম্বরঃ গুরু নানক জয়ন্তী, কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, নয়াদিল্লি, বিহার, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশে ছুটি থাকবে।
  • ৩০ নভেম্বরঃ কনকদাস জয়ন্তী। আরবিআই এর ক্যালেন্ডার অনুযায়ী এদিন কর্ণাটকের ব্যাঙ্ক বন্ধ।