B. Tech Graduate Arrested (Photo Credit: X)

নয়াদিল্লি: ল্যাপটপ (Laptops) চুরির অভিযোগে নয়ডা থেকে এক ২৬ বছর বয়সী বি.টেক স্নাতককে (B. Tech Graduate) গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর (Bengaluru) বিভিন্ন পিজি থেকে ২৪টি ল্যাপটপ চুরি করেন ওই তরুণী। চুরির বিষয় নিয়ে অভিযোগ পেয়ে পুলিশ স্থানীয় এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য বিষয়ে গুরুত্ব দিয়ে অভিযুক্তদের সন্ধান চালায়।

আরও পড়ুন: CUET UG 2024 Registration Dates Extended: ২৬ থেকে ৩১ মার্চ হল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এ আবেদনের সময়সীমা (দেখুন টুইট)

গতকাল নয়ডার বাসিন্দা জাসি আগরওয়ালকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, জাসি একজন বি.টেক স্নাতক। তিনি একটি প্রাইভেট ব্যাঙ্কে চাকরি করতেন। তারপর তা ছেড়ে দিয়ে পেয়িং গেস্ট আবাসনে থেকে ল্যাপটপ এবং অন্যান্য দামী জিনিসপত্র চুরি করা শুরু করেন। পেয়িং গেস্ট থাকা ব্যক্তিরা যখন তাঁদের কাজে বাইরে বেরতেন তখন জাসি ল্যাপটপ ও অন্যন্য দামি জিনিসপত্র নিয়ে সেখান থেকে চম্পট দিতেন। চুরি করা জিনিস কালোবাজারে বিক্রি করে দিতেন। তারপর তিনি আবার অন্য কোনও পিজি আবাসনে গিয়ে উঠতেন।