বেঙ্গালুরু, ১৬ ডিসেম্বরঃ বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী অতুল সুভাষ (Atul Subhas) মৃত্যু মামলায় রবিবার বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করেছে তাঁর স্ত্রী নিকিতা সিংহানিয়াকে (Nikita Singhania)। গ্রেফতার হয়েছেন অতুলের শাশুড়ি নিশা সিংহানিয়া এবং শ্যালক অনুরাগ সিংহানিয়াও। তিন অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। এদিকে পুলিশের জেরায় নিকিতা তাঁর বিরুদ্ধে ওঠা টাকার জন্যে অতুলকে হেনস্থা করার অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশকে নিকিতা জানিয়েছেন, 'টাকার জন্যেই যদি হেনস্থা করতাম তাহলে আলাদা থাকতাম কেন?'
আত্মহত্যার আগে ২৪ পাতার একটি সুইসাইড নোট এবং দীর্ঘ একটি ভিডিয়ো বার্তা রেখে গিয়েছেন অতুল। সেই সমস্ত কিছুতেই রয়েছে স্ত্রী নিকিতা এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। অতুলকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্ত্রী নিকিতা (২৯), শাশুড়ি(৫৪) এবং শ্যালক (২৭) গ্রেফতার হয়েছেন। পুলিশকে নিকিতা পালটা জানান, তাঁর বিরুদ্ধে আনা হেনস্থার অভিযোগ ভিত্তিহীন। কারণ তিন বছর ধরে আতুলের থেকে আলাদা থাকতেন তিনি। আরও জানান, ২০২২ সালে অতুলের বিরুদ্ধে যৌতুক সংক্রান্ত হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দারস্ত হয়েছিলেন তিনি।
অতুল এবং নিকিতা উভয়ই উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে অতুল থাকতেন বেঙ্গালুরু। আর নিকিতা চাকরিসূত্রে থাকতেন গুরুগ্রামে। তাঁদের বিবাহবিচ্ছের মামলা উত্তরপ্রদেশের একটি পারিবারিক আদালতে চলছে।