Assam IPS officer Dies by suicide (Photo Credits: X)

হাসপাতালে মৃত্যু হয়েছে স্ত্রীর। সেই সংবাদ পাওয়ার কয়েক মিনিটের মধ্যে হাসপাতাল চত্বরেই গুলি চালিয়ে আত্মহত্যা করলেন অসমের (Assam) এক আইপিএস অফিসার। মঙ্গলবার অসমের নেমকেয়ার হাসপাতালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। অসম সরকারের স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের সচিব হিসেবে কর্মরত ভারতীয় পুলিশ সার্ভিসের ওই মৃত অফিসারের নাম শিলাদিত্য চেটিয়া। তাঁর স্ত্রী ভুগছিলেন ক্যানসারে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মারণরোগ ক্যানসারে (Cancer) ভুগছিলেন শিলাদিত্যের স্ত্রী। স্ত্রীয়ের চিকিৎসার জন্যে গত চার মাস ধরে ছুটিতে ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মঙ্গলবার মারা যান শিলাদিত্যের স্ত্রী। সেই সময়ে হাসপাতালেই ছিলেন ওই আইপিএস (IPS)। স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই হাসপাতাল চত্বর গুলির আওয়াজে কেঁপে ওঠে। আতঙ্ক ছড়ায় হাসপাতালের রোগী এবং কর্মীদের মধ্যে। পরে জানা যায় নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন শিলাদিত্য।

আত্মঘাতী আইপিএস... 

অসম ডিজিপি জি পি সিং আইপিএস শিলাদিত্য চেটিয়ার মৃত্যু সংবাদ জানিয়ে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, 'অসমের স্বরাষ্ট্র ও রাজনৈতিক সরকারের সচিব আইপিএস শিলাদিত্য চেটিয়া মঙ্গলবার বিকেলে আত্মঘাতী হয়েছেন। ক্যানসার আক্রান্ত স্ত্রী মৃত্যু সংবাদ পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই এই পদক্ষেপ নেন শিলাদিত্য। আইপিএসের মৃত্যুতে অসমের গোটা পুলিশ পরিবার গভীর ভাবে শোকাহত'।