Gun, Representational Image (Photo Credit: File Photo)

মদ খেয়ে বাড়িতে প্রতিদিন অশান্তি করত। সেই কারণে মদ ছাড়তে বলে পরিবারের লোকজনেরা। আর সেই রাগেই নিজের বড়ছেলে ও পুত্রপধূকে গুলি করে খুনের চেষ্টা করলেন এক বৃদ্ধ। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে (Gorakhpur)। ঘটনার পর আহত দুজনকে তড়ঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে অভিযুক্ত হোমগার্ডকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে বাজেয়াপ্তও করা হয়েছে তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুকটি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আহতরা ভর্তি হাসপাতালে

জানা যাচ্ছে, অভিযুক্ত হরি যাদব শনিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেছিলেন। সেই কারণে বাড়িতে একপ্রস্থ অশান্তি হয়। তখন তাঁর বড়ছেলে অনুপ যাদব (৩৮) ও সু্প্রিয়া যাদব (৩০) মদ খেতে বারণ করেন। আর তাতে্ই রাগের মাথায় ঘর থেকে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বের করে এনে দুজনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তখন তড়িঘড়ি প্রতিবেশী এসে দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীকালে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বিআরডি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

তদন্তে নেমেছে পুলিশ

পুলিশসূত্রে খবর, অভিযুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত একজন হোমগার্ড। সেই কারণে তাঁর কাছে সবসময়ই থাকত একটি বন্দুক থাকত। হামলা আহত অনুপ যাদবের বুকে গুলি লাগে এবং সুপ্রিয়ার বাঁ হাত ও পেটে গুলি লাগে। এখনও দুজনের অভস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা যাচ্ছে। তবে শুধুই কী মদের জন্য নাকি এর পেছনে অন্য কোনও পারিবারিক অশান্ত রয়েছে কিনা তা থতিয়ে দেখছে পুলিশ।