নয়াদিল্লি: মোবাইল কলে চার্জ ও ডাটা রেট বাড়াচ্ছে এয়ারটেল ( Airtel)। এমনটাই জানালেন কোম্পানির চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল।
ভারতী এয়ারটেলের চেয়ারম্যান জানান, তাদের কল চার্জ ৫৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। গত মাসেই আটটি সার্কেলে মিনিমাম ২৮ দিনের জন্য ১৫৫ টাকার রিচার্জ করতে বাধ্য করেছে তারা। এর ফলে চাপে রয়েছে গ্রাহকরা। এবার কল ও ডাটার চার্জ বাড়ানোর কথা ঘোষণা করে সুনীল ভারতী মিত্তল তা আরও বাড়ালেন।
তাঁর মতে, টেলিকম ব্যবসায় যে পরিমাণ টাকা ঢালা হয় তা ওঠে না। অনেক টাকা ব্যালেন্স শিটে দেখালেও আখেরে লাভ হয় না। তাই এবার আমরা ধারণাটা পাল্টানোর চেষ্টা করব। এই বছরেই ভারতের বাজারে সামান্য দাম বাড়াব। ভারতের বাজারে মানুষ ৩০ জিবি ফ্রি-তে ব্যবহার করেন।
বিশেষজ্ঞরা বলছেন, এয়ারটেলের মোবাইল কল চার্জ ও ডাটা রেটের বাড়ানোর পরিকল্পনা ২০২৩-এ ভালই প্রভাব ফেলবে।