Delhi Air Quality (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পেরিয়েছে দিওয়ালি(Diwali)। কিন্তু দিল্লির বাতাসে (Delhi AQI) এখনও বয়ে চলেছে তার রেশ। বাতাসে বাদামি পর্দার মতো ঝুলে র‍য়েছে ভাসমান কণার স্তর। উৎসবের সময় আতশবাজি ফাটানোর প্রভাবে দিল্লির বাতাসে মিশেছে বিষ। যার জেরে দিল্লির বুকে শ্বাস-প্রশ্বাস দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবার এই পরিস্থিতি থেকে বাঁচতে 'কৃত্রিম বৃষ্টি' বা 'ক্লাউড সিডিং' কেই হাতিয়ার করছে দিল্লি প্রশাসন। দিল্লির বুকে এই কৃত্রিম বৃষ্টিকে কাজে লাগিয়েই বাতাসের যাবতীয় দূষিত কণাকে ধোয়ার সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন। সব ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর দিল্লির বুকে ক্লাউড সিডিং করাতে পারে প্রশাসন। যদিও দিল্লির সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক সায়েন্সের দুই বিজ্ঞানী শাহজাদ গনি ও কৃষ্ণ অচ্যুত রাও কৃত্রিম বৃষ্টির বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, দূষণ রোধের জন্য বিকল্প ব্যবস্থা নেনোয়া প্রয়োজন নইলে ভাল ফল পাওয়া সম্ভব নয়।

‘ক্লাউড সিডিং’ আসলে কী?

এক কথায় ক্লাউড সিডিং হল কৃত্রিম বৃষ্টি। মেঘের উপর প্লেন বা ড্রোনের সাহায্যে সিলভার আয়োডাইডের সুক্ষ্ম গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়। এই গুঁড়োর চারপাশে দ্রুত বরফের কণা জমতে শুরু করে। এই কণাই পরে নীচের দিকে বৃষ্টির ফোঁটা আকারে পড়তে থাকে।

দিল্লির বাতাসকে দূষণমুক্ত করতে এবার শেষ ভরসা কৃত্রিম বৃষ্টি