নয়াদিল্লিঃ সামনেই রথযাত্রা(Puri Rath Yatra 2025) । আর তার আগে একগুচ্ছ পদক্ষেপের পথে ওড়িশা (Odisha) সরকার। ভিড় নিয়ন্ত্রণ থেকে মন্দির প্রাঙ্গণ পরিচালনার জন্য থাকছে একাধিক নিয়ম। সেই সঙ্গেই যাত্রার সময় রথে ওঠা নিয়েও এবার কড়াকড়ি। সেবাইত ছাড়া কাউকে রথে ওঠার অনুমতি দেওয়া হবে না বলে জানালেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচরণ।
আগামী ২৭ জুন রথযাত্রা। আর তাই জুন মাস পড়তেই একটু একটু করে সেজে উঠছে জগন্নাথ ধাম। প্রতিবছর দূরদূরান্ত থেকে এই সময় পুরীতে আসেন ভক্তরা। রথের দড়ি টানার জন্য ভিড় করেন মন্দির প্রাঙ্গণে। অত্যাধিক ভিড়ের কারণে পুরীর মন্দিরে পদপিষ্টের ঘটনা নতুন নয়। এবার এই ধরনের দুর্ঘটনা এড়াতে আগাম সতর্কতা অবলম্বন করতে চলেছে ওড়িশা সরকার। জারি করা হচ্ছে একাধিক বিধিনিষেধ।
পুরীর রথযাত্রার আগে জারি একাধিক বিধিনিষেধ
আইনমন্ত্রী সাফ জানিয়েছেন, সেবাইত ছাড়া জগন্নাথের রথে কেউ উঠলেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকী সেই ব্যক্তিকে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে। একই সঙ্গে রথযাত্রার সময়ের রীতিনীতি পালনের জন্য সেবাইতদের একটি তালিকা চেয়েছে প্রশাসন। সেই তালিকায় যাঁদের নাম থাকবে, একমাত্র তাঁরাই রথে উঠতে পারবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। ইতিমধ্যেই রথযাত্রার সময় পুরীর নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরেছেন ওডিশার ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া। পুরী থেকে ভুবনেশ্বর এবং কোনারক যাওয়ার রাস্তায় থাকবে সিসিটিভি। এছাড়া পুরীর অন্যান্য রাস্তাতেও সিসিটিভি লাগানোর কথা ভাবা হচ্ছে।
পুরীর রথযাত্রায় এবার কড়াকড়ি, জারি করা হচ্ছে একাধিক বিধিনিষেধ
👉Any devotees disguising themselves as #Puri Jagannath temple servitors to access the chariots during the June 27 Rath Yatra would face immediate arrest: @PrithivirajBJP
👉Anti-drone system will debut during Rath Yatra: @DGPOdisha #Odisha pic.twitter.com/Qc9kYMeXsp
— Debabrata Mohapatra (@DebabrataTOI) June 16, 2025