Animal Cruelty in Tripura (Photo Credits: Twitter)

Animal Cruelty in Tripura: পথচারী পশুদের সঙ্গে নানা সময়ে নানা নৃশংসতার খবর পাওয়া যায়। গায়ে গরম জল ঢেলে দেওয়া থেকে শুরু করে খাবারে বিষ মিশিয়ে খাওয়ানো হোক কিংবা পিটিয়ে খুন করা, কোন কিছুই বাদ রাখে না সভ্য মানব সমাজ। ত্রিপুরায় এমনই এক পশু হত্যার ঘটনা সামনে এল।

আরও পড়ুনঃ পুরুষ সঙ্গ মানেই যৌন সম্পর্কে সম্মতি নয়, রায় দিল্লি হাইকোর্টের

পথচারী এক বাচ্চা কুকুরের সঙ্গে নারকীয় আচরণ করলেন এক ব্যক্তি। গাড়ির পিছনে দড়ি দিয়ে বাচ্চা কুকুরটির একটি পা বেঁধে ছোটালেন নিজের গাড়ি। রাস্তায় ঘোষটাতে ঘোষটাতে নৃশংস মৃত্যু ঘটেছে অবোলা কুকুরটির।

পথ কুকুরের নির্মম মৃত্যু...

নির্মম দৃশ্যের ছবি তুলে এক ব্যক্তি তা শেয়ার করেন নেটপাড়ায়। অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি। ব্যক্তির শেয়ার করা পোস্ট নিমেষে ছড়িয়ে পরে সমাজমাধ্যমে। ন্যায় বিচারের দাবিতে গর্জে ওঠেন নেটাগরিক। অবশেষ গ্রেফতার হয়েছে অভিযুক্ত।

জানা গিয়েছে, নির্মমভাবে বাচ্চা কুকুরটিকে (Animal Cruelty in Tripura) হত্যা করার অপরাধে অভিযুক্ত গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটি হেফাজতে নিয়েছেন পুলিশ। এবং অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত মামলা দায়ের করা হয়েছে।