নয়াদিল্লিঃ এবার খোদ প্রিন্সিপালের (Principal) লালসার শিকার ছাত্রী। ধর্ষণের(Rape) জেরে গর্ভবতী নবম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ডঃ বিআর আম্বেদকর কোনসিমা জেলার একটি বেসরকারি স্কুলে। শিক্ষকের হুমকির ভয়ে কাউকে কিচ্ছু বলেনি নির্যাতিতা। পুলিশ সূত্রে খবর, বিগত তিনমাস ধরে ঋতুস্রাব না হওয়ায় ছাত্রীকে নিয়ে হাসপাতালে যান তার মা। সেখানেই তাকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, কিশোরী গর্ভবতী। এরপর মাকে সব কথা খুলে বলে ওই কিশোরী। জানা যায়, চার মাস আগে তাকে ধর্ষণ করে প্রিন্সিপাল। এরপরই অভিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই পলাতক অভিযুক্ত প্রিন্সিপাল।
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে
উল্লেখ্য, অন্যদিকে তেলেঙ্গানাতে মদ্যপ বাবার লালসার শিকার ১০ বছরের মেয়ে। সম্প্রতি কুকুরে কামড়ে ছিল ওই কিশোরীকে। তাই হোস্টেল থেকে বাড়িতে আসে সে। এদিন বাড়িতে একাই ছিল সে। সেই সুযোগে তাকে ধর্ষণ করে মদ্যপ বাবা। কিশোরীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সুযোগে গা ঢাকা দেয় অভিযুক্ত বাবা।
৩ মাসের গর্ভবতী, প্রিন্সিপালের লালসার শিকার নবম শ্রেণির ছাত্রী
🚨 🚨 #BreakingNews Andhra school principal rapes Class 9 student, survivor 3 months pregnant https://t.co/Y7cG1sqE3u
Click here for best #amazon #deals: https://t.co/XSLcMcH5fl#TrendingNews #BigBreaking
— Instant News ™ (@InstaBharat) July 30, 2025