Andhra Pradesh Rains: বন্যাকবলিত অন্ধ্রপ্রদেশে নৌকায় চড়ে বরের বাড়িতে চলেছে কনে, ভাইরাল ভিডিও
Video Screen Grab

বন্যায় ভাসছে দেশের বৃহদাংশ। অন্ধ্রপ্রদেশের  (Andhra Pradesh ) অবস্থা বেশ শোচনীয়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে,  নৌকায় চড়ে বধূবেশে পরিবার সমেত বরের বাড়িতে চলেছে কনে। কনের নাম প্রশান্তি। বর অশোক, নৌকায়  যেতে যেতে আশপাশের লোকজনের সঙ্গে টুকটাক আলাপচারিতাও চলছে।

দেখুন ভিডিও