নয়াদিল্লিঃ ওড়িশায় (Odisha) ফের নারী নির্যাতন। এবার গণধর্ষণের (Gang Rape) শিকার ৩১ বছরের তরুণী। ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আজ, অর্থাৎ বৃহস্পতিবার। সকালে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে চারজন যুবক। নির্যাতিতার স্বামীর অভিযোগ, ফাঁকা বাড়িতে স্ত্রীকে গণধর্ষণ করে পালায় ওই চার যুবক। ইতিমধ্যেই ওই চার যুবকের বিরুদ্ধে বারিপাদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ওড়িশার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় বারিপাদা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার আদিত্য প্রসাদ বলেন, "একটি বিশেষ দল গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নির্যাতিতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।"
ওড়িশায় ফের গণধর্ষণ, নির্যাতনের শিকার গৃহবধূ
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই শিরোনামে ওড়িশা। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে সে রাজ্যে। এর আগে গোপালপুর সমুদ্রসৈকতে প্রেমিকের সামনে গণধর্ষণের শিকার হন এক পড়ুয়া। গতকাল, বুধবার ওড়িশার এক গ্রামের গাছ থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। ধর্ষণ করে খুন বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ওড়িশায় নারী নির্যাতনের ঘটনা।