নয়াদিল্লি: চাণক্যপুরী (Chanakyapuri)-র একটি পাঁচতারা হোটেল (Five-Star Hotel)-এ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিককে তাঁর সহকর্মী ধর্ষণ করেছে বলে অভিযোগ। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দিল্লির একটি বেসরকারি সংস্থার সিইও। তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি।
পুলিশ সূত্রে খবর, ৪০ বছর বয়সী ওই এনআরআই মহিলা জানুয়ারিতে পুলিশের কাছে গিয়ে বলেন যে তাঁকে গত বছর ১৪ সেপ্টেম্বর চাণক্যপুরী জেলার একটি পাঁচতারা হোটেলে ধর্ষণ করা হয়। আরও পড়ুন: Bihar : ৫০০ টাকার জন্য বন্ধুকে খুনের অভিযোগ বিহারের ভোজপুরে
গত শনিবার রাতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের অভিযোগের ভিত্তিতে চাণক্যপুরি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ধারার অধীনে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এ বিষয়ে আরও তদন্ত চলছে।