Covid Case (Photo Credit: X@bsindia)

নয়াদিল্লিঃ দেশজুড়ে বাড়ছে করোনা (Corona) আতঙ্ক। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ। এই আবহে কেন্দ্রের তরফে বড় নির্দেশ। ক্যাবিনেট বৈঠকে (Cabinet Meeting) যোগ দেওয়ার আগে মন্ত্রিসভার সদস্যদের পিসিআর টেস্ট বাধ্যতামূলক বলে জানাল কেন্দ্র। দেশব্যপী করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বে এই ক্যাবিনেট বৈঠক রয়েছে। তার আগেই এই নির্দেশে আসায় শুরু হয়েছে চর্চা।

বুধে দিল্লিতে ক্যাবিনেট বৈঠক, তার আগে মন্ত্রীসভার সদস্যদের করাতে হবে কোভিড পরীক্ষা জানাল কেন্দ্র

স্বাস্থ্যমন্ত্রকের তরফে পেশ করা রিপোর্ট অনুযায়ী, গোটা দেশে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ৬৮০০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৭৪৭ জন। ইতিমধ্যেই করোনা রুখতে কী হবে পদক্ষেপ তা নিয়ে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে, রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই দিয়েছেন পাশে থাকার বার্তা। এদিন তিনি বলেন, "ভয় পাওয়ার কোনও কারণ নেই। তবে সতর্ক থাকুন। ভ্যাকসিন প্রস্তুত আছে। পরিস্থিতি ভয়াবহ হলে সামলানো হবে। আগে থেকে বৈঠক করে আমরা প্রস্তুত থাকলাম।"

 মোদীর সঙ্গে বৈঠকের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, মন্ত্রিসভার সদস্যদের নোটিশ পাঠাল স্বাস্থ্যমন্ত্রক