আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ (STF)-এর হাতে গ্রেফতার হলেন নাসিম উদ্দিন শেখ নামে এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার হুগলির দাঁতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় এই অভিযুক্তকে।উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) শাসন থানা এলাকায় ২০২২ সালে একটি ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই অভিযুক্তের নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেই সময় এই অভিযুক্ত পলাতক ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার গ্রেফতার করা হয় নাসিম উদ্দিনকে। জানা গেছে কোভিড লকডাউনের সময় পশ্চিমবঙ্গে নাসিমউদ্দিন নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করেছিল।
Nasimuddin Sheikh, the suspected #AlQaeda activist arrested from #Hooghly on April 25, took advantage of the Covid lockdown period to extend his network in West Bengal, the Special Task Force (#STF) of WB Police has claimed. pic.twitter.com/agDrsgnnIj
— IANS (@ians_india) April 27, 2023
নাসিমুদ্দিন ধরা পড়ার পরই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কম বয়সী ছেলেদের চিহ্নিত করে 'মগজধোলাই'-এর দায়িত্বে ছিল নাসিমুদ্দিন। আল কায়েদার মডিউলে তরুণদের উদ্ধুদ্ধ করাই ছিল কাজ। নাসিমুদ্দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ঘেঁটে এসটিএফের হাতে একাধিক তথ্য। হোয়াটসঅ্যাপ গ্রুপেই তাঁর কাছে পৌঁছে যেত জঙ্গি নেতাদের নির্দেশ। আল কায়দার নেতাদের লজিস্টিক সাপোর্টও দিত নাসিমুদ্দিন। তাঁর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আল কায়েদার বেশ কয়েকজন বড় নেতাদের নামও পাওয়া গেছে।