Air India Flight (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ এয়ার ইন্ডিয়ার (Air India)বিমানে(Flight) ফের বিপত্তি। দিল্লি থেকে ইন্দোরগামী (Indore) বিমানে আগুন আতঙ্ক। উড়ানের কিছুক্ষণের মধ্যেই দিল্লিতে (Delhi) ফেরানো হল 'এআই২৯১৩' বিমানটিকে। বিমান থেকে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে বলে বিমানসংস্থা সূত্রে খবর। জানা গিয়েছে, রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার 'এআই২৯১৩' বিমানটি। উড়ানের কিছুক্ষণের মধ্যেই 'ফায়ার ইন্ডিকেশন' পান পাইলট। বিমানের একটি ইঞ্জিনে আগুন আগার ইঙ্গিত পেয়েই ফের দিল্লিতে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে

এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "৩১ অগস্ট দিল্লি থেকে ইন্দোরগামী 'এআই২৯১৩' বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। বিমানটির ডানদিকের ইঞ্জিনে আগুন লাগে। বিমানের অন্য আর একটই ইঞ্জিন সচল থাকায় সেটির সাহায্যে বিমানটিকে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করে তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।" বিশেষজ্ঞদের মতে, বিমানটির একটি ইঞ্জিন সচল থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

মাঝ আকশে ইঞ্জিনে আগুন! ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি