মধ্যপ্রদেশ: ভোপালের একটি গয়নার দোকান থেকে ৫০ লাখ টাকার ছিনতাইয়ের চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। ১৩ আগস্ট মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে একটি জুয়েলারী দোকানে ৫০ লাখ টাকার গয়না লুট করার ঘটনায় ভোপাল পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। তাঁরা দুজন ভালো বন্ধু, তাঁদের মধ্যে একজন অভিযুক্ত হলেন অগ্নিবীর জওয়ান।
দেখুন
A man who is an #Agniveer from the #IndianArmy and six others have been arrested in connection with robbing jewellery and cash worth over Rs 50 lakh after storming into a jewellery shop in #Bhopal and holding the shop employee at gunpoint.
According to Bhopal Police Commissioner… pic.twitter.com/jjWYopgyNt
— Hate Detector 🔍 (@HateDetectors) August 19, 2024
ভোপালের পুলিশ কমিশনার হরি নারায়ণ চারি মিশ্র পুরো ঘটনায় অভিযুক্তদের ধরার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। ঘটনায় পুলিশ এক অগ্নিনির্বাপক সেনা মোহিত সিং বাঘেলকে গ্রেফতার করেছে। মোহিত রেওয়ার বাসিন্দা, বর্তমানে রাজপুত রেজিমেন্ট পাঠানকোট ফতেহগড় উত্তর প্রদেশে প্রশিক্ষণ নিচ্ছিলেন, ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন। রাইসেনের বাসিন্দা তাঁর বন্ধু আকাশ রাইয়ের আমন্ত্রণে তিনি ভোপালে এসেছিলেন। আকাশের বোন ভোপালে থাকে। বোনের বাড়ি ও তাঁর স্বামীর ঋণ শোধ করতে দুজনে মিলে পরিকল্পনা করে ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা জানিয়েছে।