নয়াদিল্লিঃ সোশ্যাল মিডিয়ায় (Social Media) দিনের পর দিন হেনস্থার শিকার। অবশেষে পুলিশের দ্বারস্থ জনপ্রিয় টলি অভিনেত্রী। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, অনলাইনে একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশ্লীল ছবি, ভিডিয়ো পাঠানো হত ৪১ বছরের ওই অভিনেত্রীকে। মূলত 'নবীনজ' বামে একটি অ্যাকাউন্ট থেকে এই ধরনের মেসেজ পাঠানো শুরু হয়। ক্রমাগত অশ্লীল ভিডিয়ো ও মেসেজ আসা শুরু হয়। ওই ব্যক্তিকে কড়াভাবে সতর্ক করার পরও বন্ধ হয়নি অশ্লীল মেসেজ আসা। একাধিক অ্যাকাউন্ট থেকে এই ধরনের মেসেজ আসতে থাকে। অবশেষে পুলিশের দ্বারস্থ হন কন্নড় ও তেলেগু টেলিভিশনের ওই জনপ্রিয় মুখ। তদন্তে নেমে নবীন নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, নবীন বেঙ্গালুরুতে একটি গ্লোবাল টেকনোলজি রিক্রুটমেন্ট এজেন্সিতে ডেলিভারি ম্যানেজার হিসেবে কাজ করেন। তাঁকে জেরা করছে পুলিশ। শুধুই ওই অভিনেত্রী নাকি একাধিক নারীকে এভানে বিরক্ত করত সে তা খতিয়ে দেখা হচ্ছে।
অনলাইনে টেলি অভিনেত্রীকে অশ্লীল ছবি, ভিডিয়ো পাঠিয়ে হেনস্থা, গ্রেফতার যুবক
Watch #BreakingGround with @VedikaS | TV Actor Receives Videos Of Private Parts, Obscene Texts, Accused Arrested
NDTV's @dpkBopanna reports pic.twitter.com/kwYXGCQioA
— NDTV (@ndtv) November 4, 2025