চেন্নাই, ২৯ এপ্রিল: বিজেপির আইটি সেলের তরফে তার মোবাইল নম্বর লিক করা হয়েছে। বিজেপির (BJP) তামিলনাড়ু (Tamil Nadu) সেলের তরফে প্রকাশ করা হয়েছে তাঁর মোবাইল নম্বর। তারপর থেকেই একের পর এক হুমকি ফোন আসতে শুরু করেছে। এবার এমনই অভিযোগ করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)।
'রং দে বাসন্তী' খ্যাত অভিনেতা (Actor) অভিযোগ করেন,তাঁর নম্বর প্রকাশ্যে আসার পর থেকে কখনও খুনের হুমকি দিয়ে ফোন করা হচ্ছে। আবার কখনও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। তাঁর নম্বরে যতগুলি ফোন এসেছে হুমকির, সব রেকর্ড করা রয়েছে। যে যতই চেষ্টা করুন না কেন, তিনি চুপ করে বসে থাকবেন না। তিনি অবশ্যই ওই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করবেন বলে স্পষ্ট জানান সিদ্ধার্থ।
আরও পড়ুন: Narendra Modi: ''নরেন্দ্র মোদীই করোনা ভাইরাসের সুপার স্প্রেডার''
My phone number was leaked by members of TN BJP and @BJPtnITcell
Over 500 calls of abuse, rape and death threats to me & family for over 24 hrs. All numbers recorded (with BJP links and DPs) and handing over to Police.
I will not shut up. Keep trying.@narendramodi @AmitShah
— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021
হুমকি ফোনের বিরুদ্ধে সুর চড়িয়ে যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেন সিদ্ধার্থ, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Amit Shah) ট্যাগ করেন তিনি।