নয়াদিল্লিঃ শিশুদের আধারে (Aadhaar Card)বড় আপডেট। দেশের সমস্ত স্কুলকে (School) ৫ থেকে ১৫ বছরের শিশুদের আধার বায়োমেট্রিক আপডেট নিশ্চিত করার নির্দেশ দিল উনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়ে স্কুলে বিশেষ শিবিরের আয়োজন করে বকেয়া কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন ইউআইডিএআই প্রধান ভুভনেশ কুমার।
বিশেষ এই বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের ক্ষেত্রেও বায়োমেট্রিক আপডেট না করা থাকলে সংশ্লিষ্ট আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। ৭ থেকে ৭ বছর পর্যন্ত বিনা খরচে বায়োমেট্রিক তথ্য আপডেট করা যাবে। ৭ বছরের ঊর্ধ্ব শিশুদের আধার কার্ড আপডেট করাতে হলে ১০০ টাকা খরচ পড়বে। । ১ সেপ্টেম্বর থেকে এই চার্জ বাড়িয়ে ১২০ টাকা করা হচ্ছে। অন্যদিকে ১৫ থেকে ১৭ বছর বয়সে করা বায়োমেট্রিক আপডেটেও কোনও টাকা লাগবে না। ১৭ বছরের ঊর্ধ্বে আপডেট করাতে চাইলে টাকা খরচ করতে হবে। এক্ষেত্রে শিশু ও নাবালকদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই আধার আপডেটের ব্যবস্থা করা হয়েছে বলে দাবি ভুভনেশ কুমারের। এই বিষয়ে তিনি বলেন, "সরকারি রেকর্ড নিয়মিত আপডেট করলে নাগরিকদের তথ্যের সামগ্রিক যথার্থতা বাড়ে।" এছাড়া স্কুলভিত্তিক শিবিরের মাধ্যমে আধার আপডেটের বিষয়ে তিনি বলেন, "স্কুলের মাধ্যমে এই কাজ করলে অনেক দ্রুত ও সহজে কাজটি সম্পন্ন হবে।"
আধারে বড় আপডেট, না জানলে বিপদে পড়বেন
Baal Aadhaar is issued without capturing #biometrics (fingerprints & iris) for children below 5 years. It will be added later via #MandatoryBiometricUpdate on attaining the age of 5 years.#Aadhaar #BaalAadhaar #ChildEnrolment #AadhaarEnrolment pic.twitter.com/RsK3d4455M
— Aadhaar (@UIDAI) August 28, 2025