নয়াদিল্লিঃ রবিবার রাতের পর ফের সোমবার দুপুর। রাজস্থানে (Rajasthan) ফের দুর্ঘটনা(Accident)। পাঁচ কিলোমিটার বিস্তৃত যানজটে দাঁড়িয়ে থাকা গাড়িতে পরপর ধাক্কা। মৃত কমপক্ষে ১০ জন। আহত প্রায় ৫০ জন। ঘটনাটি ঘটেছে, জয়পুরের লোহামান্ডি রোডে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ও মোটরসাইকেল-সহ বেশ কয়েকটি যানবাহনে ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক। প্রত্যক্ষদর্শীদের মতে,মত্ত অবস্থায় এই ঘটনা ঘটান চালক। অবশেষে বড় মাপের একটি ধাক্কার পর থামে ট্রাকটি। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করছে পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের শনাক্ত করার কাজ চলছে। চালককে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। তিনি মত্ত অবস্থায় ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রবিবার রাতে রাজস্থানের যোধপুর জেলার ভারতমালা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থী বোঝাই ট্রাভেলার। টনাস্থলেই মৃত্যু ১৮ জনের। গুরুতর জখম আরও ৬ জন। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটার আগেই ফের দুর্ঘটনা ঘটন রাজস্থানে।
রাজস্থানে ফের দুর্ঘটনা, প্রাণ গেল ১০ জনের, আহত কমপক্ষে ৫০
#WATCH | Jaipur, Rajasthan | Surinder, who was driving one of the cars hit by the trolley in the Harmada PS area accident, says, "The truck was coming from the Loha Mandi side. The truck was at full speed, the driver was completely drunk, and trampled everyone in its path. My car… https://t.co/teM60wZKr2 pic.twitter.com/frgYY3H2eB
— ANI (@ANI) November 3, 2025