নয়াদিল্লি: পুনের কোন্ধওয়ায় তিন বছরের নাবালিকাকে যৌন হেনস্তার (Sexually Assaults) অভিযোগে উঠছে নয় বছরের নাবালকের বিরুদ্ধে। নাবলককে আটক করা হয়েছে। নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করা হয়। শিশু অধিকার সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বোর্ড নাবালকের জামিনের অনুমতি দিয়েছে, তবে তার বাবা-মাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
সোশ্যাল মডিয়া থেকে প্রভাবিত
পুলিশ সূত্রে খবর, শিশুদের পরিবার একে অপরকে চেনে কারণ উভয়েই একই পাড়ার দীর্ঘদিনের বাসিন্দা। নাবালক স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র এবং নাবালিকা তাকে দাদা বলে ডাকত। কিশোরীর বাড়ির কাছেই এই যৌন হেনস্তার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নাবালক সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত হয়েছে বলে দাবি করা হয়।