নয়াদিল্লিঃ খেলতে খেলতে বিষধর কোবরাকে কামড়। শিশুর কামড়ের চোটে মৃত্যু সাপের। কিন্তু প্রাণে বাঁচল শিশু। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারনে। প্রাণে বাঁচলেও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে। জানা গিয়েছে, দু'বছরের ওই শিশুর নাম গোবিন্দ। শিশুর পরিবার সূত্রে খবর, শুক্রবার আচমকাই ঘরে ঢুকে পড়ে দুই ফুট লম্বা একটি কোবরা। সেই সময় ওই ঘরেই ছিল শিশুটি। খেলনা ভেবে ভুল করে সাপটিকে তুলে নেয় সে। এবার কোবরাটিকে কামড় দেয় শিশুটি। এর পরেই সে অজ্ঞান হয়ে পড়ে গোবিন্দ। তোলপাড় শুরু হয়ে যায় এলাকায়। তাকে নিয়ে সোজা হাসপাতালে ছোটা হয়। এই ঘটনার সাপটির মৃত্যু হলেও প্রাণে বাঁচে শিশুটি।
শিশুর কামড়ে মৃত্যু বিষধরের, হাসপাতালে একরত্তি
স্থানীয়দের মত, খেলতে খেলতে নিজের অজান্তেই সাপটিকে হাতে তুলে নেয় শিশুটি। এরপর কামড় বসায় সাপের গায়ে। এই ঘটনার পর অসুস্থ হয়ে যাওয়ায় প্রথমে শিশুটিকে নিয়ে যাওয়া হয় মাঝৌলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বেত্তিয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে পরীক্ষা করে ওই হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডঃ দেবীকান্ত মিশ্র জানান, শিশুটির শরীরে কোনওরকম সংক্রমণ ছড়ায়নি।
দাঁতের জোর! ১ বছরের শিশুর কামড়ে মৃত্যু কোবরার
#Patna | In a hair-raising incident, a two-year-old boy in Bettiah, West #Champaran, bit a #cobra to death with his bare teeth after the serpent coiled itself tightly around his tiny hands.
Details here 🔗https://t.co/dWq4KQrMFE#Bihar pic.twitter.com/lk0PkxFFqp
— The Times Of India (@timesofindia) July 26, 2025