Massive Gas Cylinder Blast (Photo Credit: X)

নয়াদিল্লি: রাজস্থানের বিকানের (Bikaner) বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় চারজন আহতও হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার প্রতিবাদে বিকানের স্বর্ণকার সম্প্রদায়ের লোকেরা ধর্নায় বসেছেন। তাঁদের দাবি তাঁরা আট মাস আগে দুর্ঘটনার সম্ভাবনা সম্পর্কে অভিযোগ করেছিলেন, কিন্তু স্থানীয় প্রশাসন তাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আরও পড়ুন: India-Pakistan Tension:দেশের ১৫ টি সেনা ছাউনিকে টার্গেট, ভারতে মিসাইল অ্যাটাকের চেষ্টা পাকিস্তানের

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট বিকানেরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই ঘটনার কথা জেনে আমি গভীরভাবে দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাঁদের এই কঠিন সময়ে এই অসহনীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

মদন বাজারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

এএসপি বিশাল জাঙ্গিদ জানিয়েছেন, মদন বাজারে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন নিহত, চারজন আহত হয়েছেন, দোকানের সঙ্গে অবস্তিত বাড়িটিও ক্ষতি হয়েছে।

এএসপি বিশাল কি বললেন দেখুন