নয়াদিল্লিঃ ভারতের সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলার চেষ্টা পাকিস্তানের। কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এ কথা। জম্মু, অমৃতসর, জলন্ধর, শ্রীনগর, লুধিয়ানা সহ দেশের ১৫ টি সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান,এমনটাই সূত্রের খবর। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ ভারতীয় শিশু, তিন মহিলাসহ ১৬ জনের। উল্লেখ্য, 'অপারেশন সিদুর'-এর পর থেকেই সীমান্তে বারবার আঘাত হানার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। রোজ লাগাতার সীমান্তে নির্বিচারে গুলি চালাচ্ছে পাক সেনা। বুধবার পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে ১৫ জন গ্রামবাসীর।
ভারতে হামলার ছক পাকিস্তানের, ভেসতে দিল সেনা
আজ, বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের মাটিতে হামলা চালিয়ে মোট ৯ টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই অভিযানে প্রায় ১০০-এর বেশি জঙ্গি নিকেশ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। তবে এই হামলায় কোনও পাক নাগরিক বা সেনাকে আঘাত করা হয়নি বলে জানানো হয়েছে। 'অপারেশন সিঁদুর'-এর পর আজ, বৃহস্পতিবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকের ডাক দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে হাজির হন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ অন্যান্য নেতারা। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই হামলার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। এরপর থেকেই নতুন করে ভারত-পাক সম্পর্কে চিড় ধরে।
ভারতে মিসাইল অ্যাটাকের চেষ্টা পাকিস্তানের, দেশের ১৫ টি সেনা ছাউনিকে টার্গেট
Pak military attempted to engage military targets in Srinagar, Jammu, Amritsar, Jalandhar, Ludhiana using drones, missiles: Officials
— Press Trust of India (@PTI_News) May 8, 2025