তামিলনাড়ু, ৫ এপ্রিল: পোষ্য কুকুরের স্মৃতিতে মূর্তি (Dog Statue) তৈরি করালেন তামিল নাড়ুর বৃদ্ধ মুথু। সন্তান সন্ততি, নাতি নাতনিদের থেকেও পোষ্য কুকুরকে বেশি ভালবাসতেন। ২০১০ সাল থেকে পোষ্য কুকুর টম তাঁর সঙ্গে ছিলেন। ২০২১ সালে টমের মৃত্যু হলে ৮২ বছরে মুথু ভিতর থেকে ভেঙে পড়েন। তাইতো টমের স্মৃতি রক্ষার্থে বানিয়ে ফেললেন প্রিয় পোষ্যের প্রতিকৃতি।
এই প্রসঙ্গে সংবাদ সংস্থা ANI-কে তিনি জানিয়েছেন, "ছেলেমেেয়েদের থেকেও কুকুরকে আমি বেশি স্নেহ করি। ১১ বছর টম আমার সঙ্গে ছিল। আমার ঠাকুমা, ঠাকুর্দা, বাবা সবাইই কুকুর প্রেমী ছিলেন।"
টমের প্রতিকৃতি
Tamil Nadu | Muthu, an 82-year-old man has built a statue in memory of his dog, Tom in Sivaganga's Manamadurai.
"I have affection for my dog more than for my child. Tom was with me since 2010 but he died in 2021. My grandparents and father all were dog lovers," he said pic.twitter.com/TGl1FFSBaY
— ANI (@ANI) April 5, 2022
This marble statue has been made at a cost of Rs 80,000. We are planning to build a temple for the dog in the future. We offer food and garland the statue during auspicious days and every Friday: Manoj Kumar, son of Muthu pic.twitter.com/OoRNmicRmQ
— ANI (@ANI) April 5, 2022
এই প্রসঙ্গে বৃদ্ধের ছেলে মনোজ কুমার বলেন, "টমের মূর্তিটি মার্বেলের তৈরি। এটি তৈরি করাতে খরচ হেছে ৮০হাজার টাকা। ভবিষ্যতে কুকুরের জন্য মন্দির তৈরির একটি পরিকল্পনা করেছি। এমনিতে যেকোনও শুভদিনে এবং প্রতি শুক্রবারে টমের মূর্তিতে মালা দিই, সেই সঙ্গে খাবারও রাখা হয়।"