নয়াদিল্লিঃ ফের গাজ়ায় (Gaza) ক্ষতিগ্রস্তদের নাম ব্যবহার করে দেশে অনুদান তোলার অভিযোগে গ্রেফতার তিনজন। আহমেদাবাদ (Ahmedabad) থেকে গ্রেফতার করা হয় তিন সিরিয়ান নাগরিককে। আগেই তাঁদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, তাঁদের নাম আহমেদ ওহাদ আলহাবাশ, জাকারিয়া হাইথাম ইউসুফ খালিদ আলজাহার। দিল্লি থেকে দুবাই হয়ে দামেস্ক যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। যাত্রাপথেই তাঁদের আটক করে পুলিশ। এরপর তাঁদের হেফাজতে নেওয়া হয়।গাজার ধ্বংসচিত্র ও ভিডিও দেখিয়ে সহানুভূতি আদায় করে অবৈধ ভাবে ভারত থেকে তহবিল তোলার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তাঁদের কাছ থেকে প্রায় সাড়ে ৩ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক দাম ২ লক্ষ ৬৪ হাজার টাকা। অভিযোগ, গাজাবাসীদের সাহায্যের নামে টাকা তুলে সেই তহবিলের টাকা দিয়ে বিলাসবহুল জীবন কাটাচ্ছিলেন তাঁরা।
গাজ়ার ক্ষতিগ্রস্তদের নাম করে অনুদান তুলে 'ফুর্তি', আটক ৩ জন
Delhi: 3 Syrian nationals arrested for illegally raising funds for ‘Gaza relief’
Accused used donations from mosques to fund lavish lifestylehttps://t.co/JRnBXHCXC2 pic.twitter.com/k0YdzTyI2Q
— OpIndia.com (@OpIndia_com) September 7, 2025