বড়সড় বিপদ থেকে নিজে ও গোটা পরিবারকে বাঁচালেন এক মহিলা। গত সোমবার বিকেলে পঞ্জাবের অমৃতসরে (Amritsar) একটি বিলাসবহুল বাড়ি লুঠ করার চেষ্টা করে তিন দুষ্কৃতি। তবে ঘরে দুই শিশু ও ওই মহিলা থাকা সত্ত্বেও একটাকিছুও নিয়ে যেতে পারেনি ওই ডাকাতদল। জানা যাচ্ছে, মনদীপ কৌর নামে ওই মহিলার স্বামী জগজিত সিং একজন স্বর্ণ ব্যবসায়ী। এদিন জগজিত বাড়িতে না থাকার কারণে ডাকাতি করার পরিকল্পনা করেছিল আততায়ীরা। কিন্তু তাঁদের পরিকল্পনা ভেস্তে দেন মনদীপ। ঘরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, খোলা দরজা দেখে ঢুকে পড়তে চাইছিল ডাকাতরা। কিন্তু শেষমুহূর্তে দরজা বন্ধ করে দেয় মনপ্রীত।
তিন ডাকাতই ধাক্কা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু ওপাশে দরজা ঠেলে দাঁড়িয়ে থাকেন মহিলা। এরপর কোনওভাবে ছিটকানি দেন তিনি। তারপর একাই পাশে থাকা সোফা টেনে এনে দরজাতে লাগিয়ে দেয় সে। আর তারপর দুষ্কৃতিদের ঘরে ঢোকাই দুষ্কর হয়ে যায়। এদিকে নিরাপত্তা সুনিশ্চিত করে স্বামী ও পুলিশকে ফোন করে সে। এমনকী কয়েকজন প্রতিবেশীদেরও ডাকেন মনপ্রীত।
Caught On CCTV: 3 Robbers Try To Break In, Punjab Woman Stops Them Alone https://t.co/lLY7QVwCpb pic.twitter.com/uPnUr9C1ly
— NDTV (@ndtv) October 2, 2024
বিপদ বুঝে অবশ্য হাল ছেড়ে ঘটনাস্থল ছেড়ে পালায় ডাকাত দল। পরে পুলিশ এসে মহিলা এবং তাঁর দুই শিশুকে উদ্ধার করেছে। ইতিমধ্যেই সিসি ক্যামেরা দেখে ডাকাতদের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই জগজিতের পরিবারের ওপর নজর রাখছিল ওই দুষ্কৃতিরা। তবে তাঁরা আন্দাজ করতে পারেনি যে এক মহিলা তাঁদের পরিকল্পনা ভেস্তে দিতে পারেন।