Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ বেঙ্গালুরুতে (Bengaluru) গণধর্ষণের (Gang Rape) শিকার বাংলার তরুণী। শুধু শারীরিক অত্যাচার নয়, ফ্ল্যাট থেকে লুট সর্বস্ব। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই পুলিশের জালে তিনজন। তাদের জেরা করছে পুলিশ। আরও দু'জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর গঙ্গোন্দাহাল্লিতে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ৯ টা ১৫ মিনিটে ওই মহিলার ফ্ল্যাটে চড়াও হয় পাঁচ অভিযুক্ত। হুমকি দিয়ে ধাক্কাধাক্কি করে দরজা খোলায় তাঁরা। এরপর মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, গভীর রাত পর্যন্ত মহিলার বাড়ি থেকে জিনিসপত্র লুট করে তারা। রাত ১ টা নাগাদ বড় ছেলেকে ফোন করে সবটা জানান নির্যাতিতা। তিনিই পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ সূত্রে খবর, ধর্ষণের পাশাপাশি মহিলার ফ্ল্যাট থেকে লুট করা হয়েছে ২৫ হাজার টাকা ও দামি জিনিসপত্র। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। জানা গিয়েছে, নির্যাতিতা পশ্চিমবঙ্গের বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে যান। সেখানে দু'জন মহিলা এবং দু'জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির সঙ্গে থাকতেন তিনি। ঘটনার সময় তাঁরা কেউ ফ্ল্যাটে উপস্থিত ছিলেন না। এই ঘটনার তদন্তে নেমে কার্তিক, গ্লেন, সুয়োগ নামের তিন অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। অভিযুক্তরা নির্যাতিতার পূর্ব পরিচিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার বাংলার তরুণী, গ্রেফতার ৩