বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই (ছবি:ANI)

নয়াদিল্লিঃ ১০৭ বছরের রেকর্ড বৃষ্টি (Rain)। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে কার্যত জলের তলায় গোটা শহর। মেট্রো স্টেশন থেকে রাস্তাঘাট জল থইথই সর্বত্র। বৃষ্টির জেরে বিপন্ন রেল ও বিমান পরিষেবা। খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে ২৫০টি বিমানের পরিষেবা । দু'দিনের দুর্যোগে মুম্বইজুড়ে মোট ২৫ টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মোট ৪৫ টি গাছ উপড়ে গিয়েছে। গাছ পড়ে আহত হয়েছেন ৩ জন। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ভেঙে পড়েছে নবনির্মিত ওরলি মেট্রো স্টেশনের ছাদ। সবমিলিয়ে দু'দিনের টানা বৃষ্টিতে লণ্ডভণ্ড স্বপ্নের শহর।

টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই শহর

সোমবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৬ দিন আগে মুম্বইতে ঢুকে পড়েছে বর্ষা। সাধারণত ১১ জুন মুম্বইয়ে বর্ষা ঢোকে। কিন্তু এবার ২৫ মে মুম্বইয়ে হাজির বর্ষা। আর এই বর্ষার আগাম আগমনেই বিপর্যস্ত গোটা শহর। এখনও বৃষ্টি থামেনি। মঙ্গলবার সকাল পর্যন্ত মুম্বইয়ের একাধিক জায়গায় জারি সতর্কতা। সোমবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতির দিকে নজর দিয়েছে প্রশাসন। সোমবার জলমগ্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে কথাও বলেন তিনি।

বর্ষার আগাম আগমনে লণ্ডভণ্ড মুম্বই, দুর্যোগের জেরে আগুন লাগল ২৫ জায়গায়, ভাঙল কমপক্ষে ৪৫ টি গাছ