কলকাতাঃ নবমীর(Nabami) রাতে বাড়ি ফেরার পথে ভিড়ে ঠাসা সাবওয়েত হেনস্থার শিকার তরুণী সাংবাদিক(Journalist)। ঘটনাটি ঘটে সোদপুর (Sodepur) রেল স্টেশনের সাবওয়েতে। অভিযোগ করতে গেলে পুলিশের পক্ষ থেকে কোনওরকম সাহায্য মেলেনি বলে দাবি অভিযোগকারিণীর। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে ওই তরুণী জানান, এদিন সাবওয়ে দিয়ে হাঁটার সময় কয়েকজন হিন্দিভাষী যুবক তাঁর পিছু নেয়। তাঁদের আচরণ স্বাভাবিক না হওয়ায় তার প্রতিবাদ করেন তরুণী। এরপরই তরুণীর উপর চড়াও হয় যুবকের দল। অভিযোগ, স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের দিকে ওঠার সিঁড়ির কাছে এক যুবক তরুণীকে পিছন থেকে জড়িয়ে ধরে। ওই যুবকের গলা চেপে গালে চড় কষান তরুণী। এরপরই দলের অন্য যুবকেরা তাঁকে মারধর ও শ্লীলতাহানি করে। । ধস্তাধস্তিতে জুতো ছিঁড়ে যায় তাঁর। এছাড়া কানেও চোট পান তিনি। পরবর্তীতে সাবওয়ে ছেয়ে পালায় ওই যুবকের দল।
উৎসবের শহরে হেনস্থার শিকার তরুণী সাংবাদিক
তরুণী সাংবাদিকের দাবি, এদিন সাবওয়েতে বহু যাত্রী ও দর্শনার্থী ছিলেন, কিন্তু চিৎকার শুনেও কেউ এগিয়ে আসেননি। পরে বন্ধুদের ফোন করে ডাকেন ওই তরুণী। বন্ধুরা এসে প্ল্যাটফর্মে থাকা জিআরপি কর্মীকে বিষয়টি জানালে উত্তর আসে, ‘আপনারা খুঁজে পেলে আমাদের জানান, আমরা গিয়ে ধরব।’ শুধু তাই নয়, তরুণীর অভিযোগ, লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে কখনও দমদম কখনও বেলঘরিয়া স্টেশনে যেতে বলা হয় তাঁদের। পরে বৃহস্পতিবার সকালে দমদমে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সাবওয়ের সিসিটিভি ফুটেজ।
ভিড়ে ঠাসা সাবওয়েত হেনস্থার শিকার তরুণী সাংবাদিক
Hindian crimes continue in Kolkata unabated.@gargac @maiti_kausik https://t.co/Fm8P498LfU
— Provat Mukherjee (@AitcProvat) October 4, 2025