Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ পড়শোনার নাম নেই। নেশা করেই কাটে দিন। নেশাগ্রস্ত অবস্থায় বিড়ি চাইতে গিয়ে না পেয়ে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা ১৬ বছরের নাবালকের। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির পান্ডব নগরে। জানা গিয়েছে, বিড়ির নেশায় যুবকের কাছে গিয়েছিল ওই নাবালক। তা দিতে অস্বীকার করায় সোজা যুবককে কুপিয়ে খুনের চেষ্টা করে সে। ঘটনাটি পুলিশের নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, অচৈতন্য অবস্থায় ক্ষতবিক্ষত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর তাঁকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, আহত যুবকের নাম কৃষ্ণ সাহানি। দিল্লির বাসিন্দা তিনি। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। জ্ঞান ফিরতে আহত যুবক চিকিৎসক ও পুলিশকে জানিয়েছেন, তাঁর কাছে এক কিশোর বিড়ি চেয়েছিল। তা দিতে অস্বীকার করেছিলেন তিনি। এরপরই তাঁকে ধারালো ছুরি দিয়ে একাধিকবার কোপাতে শুরু করে। অন্যদিকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় সে জানায়, ঘটনার দিন গাঁজার নেশায় ছিল সে তাই এই কাজ করে ফেলেছে সে।

গাঁজার নেশায় আসক্ত, বিড়ি চেয়ে না পেয়ে যুবককে খুনের চেষ্টা ১৬ বছরের নাবালকের