Representative Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ স্ত্রীর (Wife) সঙ্গে বিচ্ছেদ। যৌন চাহিদা মেটাতে ১৫ বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ (Rape) বাবার। দীর্ঘদিন শারীরিক অত্যাচারের পর গর্ভবতী নাবালিকা। মেয়ের পরিস্থিতির কথা জানতে পেরে থানায় ছুটলেন মা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাকে খুঁজছে পুলিশ। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের মোরাদাবাদে। নির্যাতিতার বয়স মাত্র ১৫। অষ্টম শ্রেণিতে পড়ে সে। অন্যদিকে অভিযুক্তের বয়স ৫০। প্রৌঢ় পেশায় একজন কন্ট্র্যাক্টর। স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় আগেই বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর। বিচ্ছেদের পর থেকে বাবার কাছেই থাকত মেয়ে। বিগত তিন মাস ধরে মেয়েকে লাগাতার ধর্ষণ করে ওই ব্যক্তি।

বাবার লালসার শিকার ১৫ বছরের মেয়ে

শুধু ধর্ষণ নয়, নানা রকম হুমকি দিয়ে মেয়ের মুখ বন্ধ রাখত অভিযুক্ত। এমনকী প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হত। যৌন হেনস্থার পর মেয়েকে স্কুলে পর্যন্ত যেতে দিত না সে। জানা গিয়েছে, শনিবার রাতে ফের যৌন লালসার শিকার হত নাবালিকা। এরপর বাবার ফোন থেকে মাকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলে সে। এমনকী সে অন্তঃসত্ত্বা এ কথাও জানায়। এরপরই সোজা পুলিশের দ্বারস্থ হন মা। এই ফাঁকে বিপদ বুঝে গা ঢাকা দেয় অভিযুক্ত। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অন্যদিকে নাবালিকাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ যৌন চাহিদা মেটাতে প্রতিরাতে মেয়েকে ধর্ষণ বাবার, অন্তঃসত্ত্বা নাবালিকা