ভূবনেশ্বর, ৩১ মার্চঃ দেশের বিভিন্ন জেলায় বর্ষা, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়বৃষ্টি, নিম্নচাপের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হলেও ওড়িশার তাপমাত্রার পারদ ক্রমেই চড়ছে। এরই মাঝে বৃহস্পতিবার ওড়িশার রাউরকেল্লা এবং সুন্দরগড় জেলায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১৪ জনে মৃত্যুর খবর মিলেছে। রাউরকেল্লার সরকারি হাসপাতালে ১০ জন এবং সুন্দরগড় জেলা হাসপাতালে বাকি চারজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত তাপপ্রবাহের পরিস্থিতির জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। ৪৪ ডিগ্রি, ৪৫ ডিগ্রি ছাড়িয়ে ওড়িশার (Odisha) কোথাও কোথাও তাপমাত্রা ৪৭ ডিগ্রিতেও পৌঁছে গিয়েছে। তাপমাত্রার এমন লাগামছাড়া গতি দেখে প্রয়োজন ব্যতিত বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আরও পড়ুনঃ বিহারের হাসপাতালে মৃত্যু মিছিল! তীব্র গরমের জেরে মাত্র ২ ঘণ্টায় মৃত ১৬ জন
ওড়িশায় গরমের বলি ১৪...
Several deaths due to suspected heatwave conditions have been reported in #Odisha. Health expert Dr Jayant Panda shares important details #WATCH pic.twitter.com/yelogWJViZ
— OTV (@otvnews) May 31, 2024
ওড়িশার (Odisha) মতই একই চিত্র বিহারেও (Bihar)। অতিরিক্ত তাপপ্রবাহের জেরে মাত্র দুই ঘণ্টায় বিহারে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। অতিরিক্ত তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে। প্রবল গরমে বিহারে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে। ঔরঙ্গাবাদের একটি জেলা হাসপাতালে মাত্র দুই ঘণ্টাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বুধবার ঔরঙ্গাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। হাসপাতাল গুলোতে বাড়ছে রোগীদের ভিড়।