অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাচার করা হচ্ছিল ১৩৮ কেজি গাঁজা। বুধবার সেই মাদক সমেত গাড়িকে বাজেয়াপ্ত করল মধ্যপ্রদেশ পুলিশ। জানা যাচ্ছে, এদিন ঘটনাটি ঘটেছে ইন্দোরের (Indore) ভেরুঘাট এলাকায়, জেলা সদর দফতর থেকে ৪০ কিলোমিটার দূরে এই গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে, রাজ্যের নারকোটিক্স বিভাগ আগে থেকেই খবর পেয়েছিল যে ওড়িশা থেকে একটি গাড়ি মধ্যপ্রদেশে এসেছে। এবং এই গাড়িতে মাদক রয়েছে তা আগে থেকেই খবর পেয়েছিল তদন্তকারী আধিকারিকরা। সেই মতো ভেরুঘাট এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল স্থানীয় পুলিশ। আর তারপরেই ওই গাড়ি সহ মাদক উদ্ধার করা হয়।
জানা যাচ্ছে, ছোট বড় একাধিক প্যাকেটে ছিল গাঁজা। যার বাজারমূল্য কমপক্ষে ৪০ লক্ষ টাকা। ইন্দোর পুলিশ (গ্রামীণ) সুপার হিতিকা ভাসাল জানান, আমরা আগে থেকে খবর পেয়েই নজরদারি বাড়িয়েছিলাম। এবং তারপরেই তল্লাশি অভিযানে মাদক উদ্ধার হয়েছে। সেই সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেফাতার করা হয়েছে। ধৃতদের নাম কিরণ হানতাল ওরফে টেলকো (১৯) এবং অপরজনের নাম বলরাম ঘনাপাত্র ওরফে ডব্লুউ (২১)। দুজনেই অন্ধ্রপ্রদেশ সীমান্ত লাগোয়া ওড়িশার কোরাপুট জেলায়। এবং বাজেয়াপ্ত হওয়া অ্যাম্বুলেন্সও অন্ধ্রপ্রদেশের।
পুলিশসূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় এই গাঁজার প্যাকেটগুলি ডেলিভারি করার কথা ছিল ধৃতদের। ফলে এই ঘটনা মধ্যপ্রদেশ ও ওড়িশার বড় একটি ব়্যাকেট জড়িত থাকার অনুমান করছে নারকোটিক বিভাগ। যার ফলে আপাতত তদন্ত জারি রেখেছে আধিকারিকরা।