চলছে উদ্ধারকার্য (ছবিঃX)

নয়াদিল্লিঃ টানা বৃষ্টি (Heavy Rain) ও ভূমিধসের (Landslide) জেরে বিপর্যস্ত সিকিম (Sikkim)। ভূমিধসের কারণে বন্ধ রাস্তা। ব্যহত যোগাযোগ ব্যবস্থা। অতিবৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছে সিকিমের বেশকিছু অংশ। সরকারি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল সিকিমে আটকে পড়েছেন ১১৩ জন পর্যটক। এবার আটকে থাকা পর্যটকদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করল ভারতীয় সেনা। বুধবার সিকিমের দুর্গম জায়গায় আটকে পড়া ওই পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়।

লণ্ডভণ্ড সিকিম, আটকে বহু পর্যটক, উদ্ধারকাজে নামল সেনা

অন্যদিকে, রবিবার রাতে উত্তর সিকিমের লাচেন জেলাত ছাতেনে সেনা শিবিরে ধস নেমে তিন জওয়ানের মৃত্যু হয়। নিখোঁজ ছয় জন। বুধবার নিখোঁজ জওয়ানদের খোঁজে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা। এছাড়া ২৯ মে উত্তর সিকিমের মুনসিথাংয়ে খাদে পড়ে হায় পর্যটকবোঝাই গাড়ি। সেই গাড়িতে থাকা আটজন এখনও নিখোঁজ। তাঁদেরও খোঁজ চালাচ্ছে সেনা। মঙ্গলবার হেলিকপ্টারের মাধ্যমে সিকিম থেকে দুই বিদেশি পর্যটককে উদ্ধার করে সেনা। র্তমান পরিস্থিতি ও উদ্ধারকাজে বিশেষ নজর দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী

প্রেমসিংহ তামাং। সেনার পাশপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে সিকিম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স।

বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত সিকিম, পাহাড়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল সেনা