প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

হংকং: দুধ পান করার সময় দম বন্ধ হয়ে মৃত্যু হলো ১১ মাস বয়সী শিশুর। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হংকং (Hong Kong)-এ ১১ মাস বয়সী শিশু দুধ (Milk) পান করার সময় দম বন্ধ হয়ে মারা গিয়েছে। বুধবার বিকেলে শিশুটি দুধ পান করার সময় দম বন্ধ হয়ে জ্ঞান হারায়, তখন  ২৫ বছর বয়সী মহিলা শিশুটির মা পুলিশকে ফোন করেন। শিশুটিকে হংকংয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সে মারা যায়। আরও পড়ুন: Odisha Road Accident: গভীর রাতে কুয়াশায় ঢাকা পথ, বাইক এবং স্কুটারের মুখোমুখি ধাক্কায় বলি ৫

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিশুটির সর্দি ও জ্বর ছিল, বুধবার তাঁর মা তাকে দুধ খাওয়ানোর সময় তার দম বন্ধ হয়ে যায়, তার মা তার পিঠে চাপ দিলে সে জ্ঞান হারায়।বিষটির সে দেশের পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন।