নয়াদিল্লিঃ মহরমের (Muharram)মিছিলের শরবত ও বিরিয়ানি (Biriyani) খেয়ে অসুস্থ ৭০ জন। মৃত্যু হল ১ জনের। আচমকাই অসুস্থ হয়ে পড়ে বহু মানুষ। বমি ও পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহরানপুরের নানাউটা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাত থেকে ওই এলাকায় আচমকাই অসুস্থ হয়ে পড়তে থাকেন অনেকে। বমি ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়।
খাবারে বিষক্রিয়ার জেরে মৃত্যু ১ জনের, অসুস্থ ৭০
জানা যায়, মহরম উপলক্ষে এলাকায় শরবত ও বিরিয়ানি বিলি করা হয়েছিল। তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন তাঁরা এমনটাই অনুমান। অসুস্থদের তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর। মৃত ব্যক্তির নাম শাবি হায়দার। বয়স ৬০। নানাউটা এলাকার শেখজাগদানের বাসিন্দা তিনি। ইতিমধ্যেও তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকদের অনুমান, ওই শরবত থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে। অসুস্থদের মধ্যে বেশকিছু জনের অবস্থা আশঙ্কাজনক।
বিরিয়ানি ও শরবত থেকে বিষক্রিয়া, মৃত্যু ১ জনের, অসুস্থ ৭০
Uttar Pradesh Food Poisoning: One Dies, 70 Fall Ill After Consuming ‘Sharbat’ and Biryani During Muharram Procession in Saharanpur#UttarPradesh #FoodPoisoning #Muharram #Muharram2025 #Sharbat #Biryani
— LatestLY (@latestly) July 6, 2025
Read: https://t.co/th3ribGPSU
— LatestLY (@latestly) July 6, 2025