Farooq Abdullah.jpg (Photo Credit: ANI)

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে গনতান্ত্রিকভাবে রাজ্য সরকার গঠন হয়েছে। ক্ষমতায় এসেছে ন্যাশনাল কনফারেন্স (National Conference) ও কংগ্রেস জোট। তবে উপত্যকায় সরকার গঠনের পর থেকেই জঙ্গি হামলার ঘটনায় বেশ ভালোভাবেই বেড়েছে। এবং ইদানিং স্থানীয় বাসিন্দা বা পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যা নিয়ে চিন্তায় স্থানীয় প্রশাসন থেকে কেন্দ্র সরকার সকলেই। এবার এই হামলার ঘটনাগুলি নিয়ে সরাসরি পাকিস্তানকেই দায়ী করলেন এনসি সুপ্রিমো ফারুক আবদুল্লা (Farooq Abdullah)। সেই সঙ্গে পড়শি দেশকে কড়া হুঁশিয়ারিও দিলেন তিনি।

এদিন ফারুক আবদুল্লা বলেন, "১৯৮৪ থেকে দেখে আসছি পাকিস্তান থেকে লাগাতার হামলা করা হচ্ছে কাশ্মীরে। সরারসরি করতে না পারায় জঙ্গি পাঠিয়ে এখানে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। ওরা ভাবে এভাবে হামলা চালালে আমরা ভয়ে পাকিস্তানের সঙ্গে যুক্ত হব। কিন্তু ৪৭ এই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে কোনওভাবে পাকিস্তানের সঙ্গে আমরা যাব না। ওদের বলতে চাই, এভাবে হামলা চালিয়ে কোনও লাভ নেই। সবকিছুর একটা শেষ রয়েছে। যেদিন আমরা এর জবাব দিতে শুরু করব সেদিন থেকে পাকিস্তানেও সমস্যা সৃষ্টি হবে। দুই দেশের মানুষেরই ক্ষতি হবে"।

ফারুক বিশ্বের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, "আপনারা ইউক্রেনের অবস্থা দেখেছেন, প্যালেস্তাইন, লেবানন বা ইরাকের অবস্থাও দেখছেন। তাহলে এখন থেকেই সাবধান হয়ে যায়। পাপের ঘড়া পূর্ণ হলে তখন কিন্তু কোনও বিপদই ঠেকাতে পারবেন না। তাই জঙ্গি পাঠিয়ে হামলা করা বন্ধ করুন এবং নিজের দেশের পরিস্থিতির ওপর নজর দিন"।