Dowry, Representational Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ তিনদিন ধরে শ্বশুরবাড়ির দুয়ারেই জায়গা হয়েছে নতুন বউয়ের(Newly Married Woman)। পণের(Dowry) টাকা না মেলায় তাঁকে ঘরে তুলতে অস্বীকার স্বামীর। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরনগরে। সদ্য বিবাহিত ওই তরুণীর নাম শালিনী সিঙ্ঘাল। ফেব্রুয়ারির ২ তারিখ প্রণব সিঙ্ঘালের সঙ্গে বিবাহ হয় তাঁর। এরপর হোলি উপলক্ষে বাপেরবাড়ি গিয়েছিলেন শালিনী। ফিরে দেখেন শ্বশুরবাড়ির দরজা বন্ধ তাঁর জন্য।

পণের জন্য নতুন বউমার জন্য বন্ধ শ্বশুরবাড়ির দরজা

অভিযোগ, বিয়েতে পাত্রপক্ষের দাবিদাওয়া মেটাতে পারেননি শালিনীর পরিবার। আর তাই তাঁকে মেনে নিতে অস্বীকার করছে প্রণব ও তাঁর পরিবার। অন্যদিকে শ্বশুরবাড়ির তরফে জানানো হয়েছে অন্য কথা। তাঁদের দাবি, নিরাপত্তার কারণে বউমাকে বাড়িতে ঢুকতে দিতে ভয় পাচ্ছেন তাঁরা। পাল্টা তাঁদের অভিযোগ, মিরাট কাণ্ডের মতো স্বামীকে খুন করে দেহ ড্রামে ভরে দেওয়া হুমকি দেন শালিনী। আর তাতেই আতঙ্কিত শ্বশুরবাড়ির লোকজন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বাপের বাড়ি ফিরে যেতে নারাজ শালিনী। তাই শ্বশুরবাড়ির সামনেই ধর্না দিয়েছেন তিনি।

 পণ মেটাতে ব্যর্থ পাত্রীপক্ষ, ৩ দিন ধরে শ্বশুরবাড়ির বাইরে বসিয়ে রাখা হল বউমাকে